Ads 468x60px

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

Scientific Calculator এক সময় কাজে লাগতে পারে।

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আজ এমন একটির সাথে পরিচয় করিয়ে দেব তার নামঃ Scientific Calculator Precision।যারা ছাএ আমি মনে করি তাদের জন্য খুব উপকারি Scientific Calculator । এটি বিজ্ঞানী, প্রকৌশলী, অধ্যাপক, এবং ছাত্রদের জন্য সবচেয়ে উপযোগী।এটি বাজারে কিনতে পাওয়া Scientific Calculator এর মত।যারা ছাএ তারাই ভাল জানেন Scientific Calculator এর কাজ কি। ফাংশন,পাই, ত্রিকোণমিতি ঘটনা সংরক্ষণ ইত্যাদি আরও অনেক কিছু করা যাই।এখন আর আপনাদের বাজারে থেকে কিনতে হবে না।এখন যার কম্পিউটার আছে তারা সহজেই ডাউনলোড করে কম্পিউটার এ কাজ করতে পারবেন। শুধু ছাএদের যে কাজের জন্য তা না অফিস,আদালত,স্কুল ইত্যাদিতে এটি ব্যবহার করতে পারবেন।এছাড়াও যারা ব্যাংক এ চাকরি করেন তাদেরও কাজে লাগবে।তাই দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

এটি প্রায় সব উইন্ডোজ এ সাপোর্ট করে যেমনঃ Windows 98,, Windows XP, Windows Vista, Windows 7, and Windows 8।তাই চালাইতে কোন সমস্যা হবেনা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Hite Counter